আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশনাস ডিজিজের প্রধান বলেছেন, ভ্যাক্সিনেশন শুরু এক বছর পার হবার পর সম্ভবত মার্কিনিরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। তিনি বলেছেন, এর আগে যদি কেউ মনে করে সব স্বাভাবিক হয়ে যাবে, তবে সে ভুল করবে। ফক্স
[৩] অভিনেত্রী জেনিফার গারনারের ইন্সটাগ্রাম পেজে দেয়া স্বাক্ষাৎকারে ড. ফাউচি বলেন, আমি মনে করি এক বছর ধরে দেহে থাকা ভ্যাকসিন এবং জনস্বাস্থ্য সুরক্ষার সম্মিলনই আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে। ২০২১ এর শেষে এটা হতে পারে। ভাগ্য খুব বেশি ভালো থাকলে তা সেবছরের মাঝামাঝিও হয়ে যেতে পারে। সিএনএন
[৪] তবে ফাউচি এও বলেন, ২০২১ সালের শেষ নাগাদ যদি মার্কিনিরা সিনেমা দেখতে থিয়েটারে যেতে চান এবং করোনায়ও আক্রান্ত না হতে চান, তবে যুক্তরাষ্ট্রকে আগে একটি ৮৫ থেকে ৯০ শতাংশ কার্যকর ভ্যাকসিন পেতে হবে এবং সকল লোককে অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে।
[৫] তবে সাধারণ অফিস করা, কেনাকাটা করা এগুলোর জন্য এক বছর অপেক্ষা করতে হবে না বলেও জানান ফাউচি। তিনি বলেন, সব কিছুই করা যাবে, তবে পার্টি করা, সিনেমা দেখা এসব বাদ রাখতে হবে। সম্পাদনা: ইকবাল খান