আসিফুজ্জামান পৃথিল: [৩] যেদিন করোনা মোকাবেলায় স্পুৎনিক ভি-৫ ভ্যাকসিনের অনুমোদন দেয় রাশিয়া, সেদিনই জানানো হয়েছিলো দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের এক কন্যা এই ভ্যাকসিন গ্রহণ করেছেন। এরপরেই জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনটি ব্যবহার শুরু হয়। কিন্তু পরে জানা গেছে, পুতিন নিজেই এই ভ্যাকসিন গ্রহণ করেননি। সিএনএন
[৪] ক্রেমলিন জানায়, ট্রায়ালের চূড়ান্ত ধাপ শেষ না হওয়ায় প্রেসিডেন্ট এই ভ্যাকসিন গ্রহণ করেননি। তবে এখন পর্যন্ত বেশ কিছু সম্মুখসারির কোভিড যোদ্ধাকে পরীক্ষামূলক ভ্যাকসিন দিয়ে দিয়েছে মস্কো। বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তাও এই ভ্যাকসিন গ্রহণ করেছেন। পলিটিকো
[৫] ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই ভ্যাকসিন অনুমোদিত সেটা সত্য, কিন্তু গণটিকা কার্যক্রম এখনও শুরু হয়নি। কোনও রাষ্ট্রের প্রধান অবশ্যই ট্রায়ালের স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিতে পারেন না। এটা অসম্ভব একটি কথা। আরটি
[৬] পেসকভ জানান, দ্রুতই ট্রায়াল শেষ হয়ে যাবে। এরপরেই পুতিন জনগণকে জানাবেন, কিভাবে ভ্যাকসিন নিতে হবে। এরপর তিনি ভ্যাকসিন নেবেন। আল জাজিরা বলেছে, পেসকভ এই তথ্য প্রদানের দিনই গ্যামেরিয়া ইন্সটিউট জানায়, তাদের তৈরি স্পুৎনিক ভি-৫ ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর। সম্পাদনা: সালেহ্ বিপ্লব