আসিফুজ্জামান পৃথিল: [২] কিছু ভোটের চুড়ান্ত গণনা বাকি থাকায় আরও বাড়বে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ভোট। এখন পর্যন্ত বাইডেনের প্রাপ্তÍ ভোট ৮ কোটি ১১ হাজার।
[৩] রেকর্ড গড়েছেন পরাজিত প্রেসিডেন্ট ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এবারই ২য় সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। এখন পর্যন্ত তার ভোট ৭ কোটি ৩৮ লাখের বেশি। সিএনএন
[৪] বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেক্টোরাল ভোট আর ট্রাম্প ২৩২। ২৭০টি ভোট পেলেই মার্কিন প্রেসিডেন্ট হওয়া যায়। এ বছর ডাকযোগে রেকর্ড পরিমাণ ভোট দিয়েছেন মার্কিনিরা, যে কারণে ভোট গণনায় অতিরিক্ত সময় লাগছে। [৫] গণনায় দেরি হওয়ায নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন ট্রাম্প। বারবার জালিয়াতির অভিযোগ তুললেও শেষ পর্যন্ত হার স্বীকার করে নেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব