আশরাফ রাজু, সিলেট : [২] সিলেটে রায়হান হত্যায় অভিযুক্ত বরখাস্ত হওয়া এসআই আকবর পালিয়ে যাওয়ার ঘটনায় গাফিলতির অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন- সিলেটের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র ও এসআই আব্দুল বাতেন।
[২] সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের প্রধান এডিসি বিএম আশরাফ উল্লাহ তাহের জানিয়েছেন- পুলিশ হেডকোয়ার্টারের রিপোর্টের প্রেক্ষিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে ওসি সৌমেন মৈত্রকে রংপুর রেঞ্জে ও এসআই বাতেনকে সিলেটের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু