রায়হান রাজীব: [২] মেজর জেনারেল ওয়াকার উজ জামানকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে মঙ্গলবার আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার নিয়োগ করা হয়েছে। তিনি ১৩ লং কোর্সের একজন মেধাবী, দক্ষ ও চৌকস কর্মকর্তা। এর আগে, তিনি সেনা সদর দপ্তরে সামরিক সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার আগে নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।[৩] বর্তমানে পিএসও লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান ২৯ নভেম্বর অবসরে যাচ্ছেন। [৪] অপর এক আদেশে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল সাজ্জাদুল হককে মঙ্গলবার ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। তিনি আগামী ৩০ নভেম্বর ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হিসেবে নিযুক্ত হয়ে অবসরে চলে যাবেন। আগামী ৩০ নভেম্বর তার চাকরির মেয়াদ শেষ হবে। [৫] এর আগে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। তিনি গত ৩০ অক্টোবর অবসরে গেছেন।