সিরাজুল ইসলাম: [২] প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, এ সম্প্র্রীতি ধরে রাখতে গুরুত্ব থাকবে সব চেয়ে বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তারা সেই দায়িত্ব পালন করবেন। বুধবার সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। [৩] প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটা দুঃসময় পার করছে। অতীতের মতো এবারও সাম্প্রদায়িক গোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। অতীতে হেফাজতসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করা হয়েছে। সে সব চ্যালেঞ্জ মোকাবেলার তৌফিক আল্লাহ প্রধানমন্ত্রীকে দিয়েছেন। এবারও জনগণ, জনপ্রতিনিধিসহ সবাইকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে। [৪] এর আগে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সবাইকে সঙ্গে নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন। সূত্র: সময় টিভি। সম্পাদনা: সমর চক্রবর্তী