এল আর বাদল : [৩] আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফারনান্দেস এক শোকবার্তায় প্রিয় তারকার প্রতি ভালোবাসা জানিয়ে বলেন, তিনি শুধু আমাদের আনন্দই দিয়েছেন। আমরা তার কাছে ঋণী। রাজ্যের সব দুয়ার দিয়েগোর জন্য খোলা। সবকিছুর জন্য ধন্যবাদ দিয়াগো। আমরা আপনাকে সবসময় মিস করব।[৪] অনেকদিন ধরেই নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন ফুটবলের জাদুকর। কিছুদিন আগে মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছিল তার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আর্জেন্টাইন কিংবদন্তি গিয়েছিলেন অতিরিক্ত অ্যালকোহল আসক্তি থেকে সেরে ওঠার নিরাময় কেন্দ্রে। এরপর বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা।[৫] গতকাল বৃহস্পতিবার থেকে ম্যারাডোনার মরদেহ তিন দিনের জন্য বুয়েনস আয়ার্সে অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয় কাসা রোসাদায় রাখা হয়েছে। এরই মাঝে প্রেসিডেন্ট কার্যালয়ে পৌঁছেছে ম্যারাডোনার মরদেহ। বুয়েনস আয়ার্স টাইমস/ এএফপি। [৬] আরেক কিংবদন্তী পেলের সঙ্গে দিয়াগো ম্যারাডোনার চলেছে আজীবন কথার লড়াই। কিন্তু আর্জেন্টাইন লেজেন্ডের মৃত্যুর পর ব্রাজিলিয়ান লেজেন্ড বলেছেন, ম্যারাডোনা তার শ্রেষ্ঠ ও মহান এক বন্ধু ছিলেন। এক টুইট বার্তায় তর্কসাপেক্ষে ইতিহাসের সফলতম স্ট্রাইকার বলেন, ‘আমি এক মহান বন্ধুকে হারালাম। আশাকরি ইশ্বর তার পরিবারকে শক্তি যোগাবে। আমি আর দিয়াগো একদিন স্বর্গে একসঙ্গে ফুটবল খেলবো।’ সিএনএন সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল