তাপসী রাবেয়া: [২] ঢাকা শহরের সব খাল সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে আসলে শহরের জলাবদ্ধাতা নিরসন সম্ভব বলে জানালেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র।
[৩] ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা দুই সিটির মেয়র চেয়েছিলাম ঢাকা শহরের খালগুলো আমাদের আওতায় দিতে। সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এখানে অনেক টেকনিক্যাল ব্যাপার রয়েছে। আমরা নগরবাসীকে বলতে পারি এটি অনেক পুরোনো দিনের সমস্যা। এখানে খাল, স্যুয়ারেজ ড্রেন থেকে শুরু করে অনেক চ্যালেঞ্জ ছিল। জনগণের পাশে থেকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে জনগণকে রক্ষার চেষ্টা করবো। [৪] তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নদীগুলোর মতো খালগুলোও দখলের কবল থেকে উদ্ধার করতে পারবো। সরকারি জমি অন্য কেউ দখল করে নিয়ে যাবে আমরা চেয়ে চেয়ে দেখবো সে দিন শেষ। [৫] দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে একটি যুগান্তকারী সিদ্ধান্তে উপনীত হয়েছি। তিনি বলেন, ঢাকাবাসী নির্বাচনের মাধ্যমে দুজন নেতা নির্বাচিত করেছে। এই মেনডেটের কারণে আমরা সাহস করেছি ঢাকাবাসীকে এ সমস্যা থেকে সমাধান দেবো। [৬] বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক পরামর্শ সভা শেষে দুই মেয়র এ প্রতিশ্রুতি দেন। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু, রায়হান রাজীব