তাপসী রাবেয়া: [২] তাজুল ইসলাম আরও বলেন, এখন সিটি করপোরেশন কীভাবে কাজ করবে তাদের সক্ষমতা যাচাই করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেবে, সেই রিপোর্টের আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। [৩] বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সভা শেষে সাংবাদিকদের এসব জানান মন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। [৪] মন্ত্রী বলেন, আমাদের দু’জন মেয়র খালের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বলেন, কাজটা ওয়াসা করুক সেটা আমি রিকমেন্ড করি না। ওয়াসার চেয়ে সিটি করপোরেশন কাজটা ভালো করতে পারবে। [৫] রাস্তা খোঁড়ার বিষয়ে তিনি বলেন, পৃথিবীর যেসব আধুনিক শহর গড়ে উঠেছে সেগুলো করার সময় ইউটিলিটিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য পাইপলাইন স্থাপন করতে হয় এবং সময় সময় ক্যাপাসিটির জন্য পরিবর্তনও করতে হয়। এ কাজটা করার জন্য তারা ডাকটিং বা ম্যাপ করেছে, কিন্তু ঢাকা শহরের ক্ষেত্রে ডাকটিং সিস্টেম বা ম্যাপ তৈরি করা হয়নি। এটার সত্যিকার ম্যাপ খুঁজে পাওয়া খুব কষ্টকর। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু, রায়হান রাজীব