আসিফুজ্জামান পৃথিল: [৩] ফ্লোরিডায় নির্বাচনের এক মাস আগে প্রোসিভিলিটি ডট আইএনসি নামে এক রহস্যময় কোম্পানি রাজ্যে নবগঠিত পলিটিক্যাল অ্যাকশন কমিটিতে সাড়ে ৫ লাখ ডলার দান করে। এর দুই দিন পরে এই অর্থ ওরল্যান্ডোর একটি বিজ্ঞাপনী সংস্থায় চলে যায়। ডেমোক্রেটিক প্রার্থীর বিরুদ্ধে চলা প্রচারণায় সেই অর্থ ব্যবহার হতে থাকে। সিএনএন । [৩] এই প্রচারণা এমন প্রার্থীদের পক্ষে যেতে থাকে, যাদের নির্বাচিত হওয়ার কোনও সম্ভাবনাই ছিলো না। কিন্তু তারা কাটতে শুরু করেন ডেমোক্রেটিক ভোট। এসব চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে সিএনএন-এর অনুসন্ধানী প্রতিবেদনে।[৪] সিএনএন বলছে, সানশাইন স্টেট বলে পরিচিত রাজ্যটিতে অর্থ দিয়ে এক অন্ধকার খেলা হয়েছে। খুব সামান্য ভোটেই এখানে হেরেছেন ডেমোক্রেটিক প্রার্থী। [৫] ২০১৯ সালে দেলাওয়ারে জন্ম হয় প্রোসিভিলিটির। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে এর ঠিকানা, ফোন নাম্বার- সবই ভুয়া। [৬] প্রোসিভিলিটি কোম্পানির টাকায় পরিচালিত প্রচারণায় মূলত ডেমোক্রেটিক ভোটারদের লক্ষ্যবস্তু বানানো হয়েছিলো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব