আসিফুজ্জামান পৃথিল: [২] নিগৃহীত ব্যক্তির নাম মিখেল জেকলার বলে জানিয়েছেন তার আইনজীবী। ফ্রান্স২৪
[৩] নিগৃহীত ব্যক্তি জানিয়েছেন, তিনি নিজের স্টুডিওতে যাচ্ছিলেন ফেসমাস্ক ছাড়াই। পুলিশ দেখে জরিমানা এড়াতে তিনি দৌড়ে স্টুডিওতে ঢুকে পড়েন। কর্মকর্তারা সেখানে গিয়ে তাকে শারিরিকভাবে লাঞ্ছিত করে। রয়টার্স
[৪] ফরাসি একটি গণমাধ্যম নাম না প্রকাশ করে এক ব্যক্তির সাক্ষাৎকার প্রচার করেছে। মুখে কালশিটে দাগ পড়া মানুষটি বলেন, ‘সেই সময় আমি খুবই ভয় পেয়েছিলাম। আমি নিজেকে বলছিলাম, আজই হয়তো আমার শেষ দিন। আমি জানি না, এরকম কেনো ভাবছিলাম। কিন্তু নিজেকে আমি ঠেকিয়ে রাখতে পারছিলাম না।’ লুপিস্টার
[৫] সিএনএন জানায়, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, ‘এই ছবিগুলো আমাকে বাকরুদ্ধ করে ফেলেছে। আমি বুঝতে পারছিলাম না, কী করবো! এরপরেই আমি পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করতে বলি। খুব দ্রুতই সুবিচার নিশ্চিত হবে। আমি চাইবো, এর সঙ্গে জড়িতদের যেনো কঠিন বিচার হয়।’ সম্পাদনা: সালেহ্ বিপ্লব