ভূঁইয়া আশিক : [৩] তৃতীয় ধাপের পরীক্ষার ফলাফল প্রথম ঘোষণা দেয় মার্কিন-জার্মান সহায়তায় উদ্ভাবিত ভ্যাকসিন। মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান বায়োটেক প্রতিষ্ঠান বায়োএনটেক প্রথম ঘোষণা দেওয়ার পর তাদের অনুসরণ করে মার্কিন প্রতিষ্ঠান মডার্না, ব্রিটিশ সহযোগিতার অ্যাসট্রাজেনকো এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার রাষ্ট্রীয় গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি অ্যান্ড মাইক্রোবায়োলোজি। কোন্টার ওপর নির্ভর করবো আমরা?
[৪] প্রধানমন্ত্রীর চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ফাইজার ও মডার্না সংরক্ষণ করার মতো অবকাঠামো আমাদের নেই। ফলে ভ্যাকসিন সংরক্ষণ, পরিবহন ও বিতরণ সামর্থ্যকে ঠিক রেখে যে ভ্যাকসিন সহজ সেটা আনতে হবে। প্রয়োজনীয় তাপমাত্রায় সংরক্ষণ করা না গেলে ভ্যাকসিনের মান বজায় রাখা যাবে না। [৫] সব মানুষকে একসঙ্গে টিকা দেওয়া সম্ভব হবে না। পর্যবেক্ষণ করে দেখা উচিত, কার ভ্যাকসিন সবচেয়ে বেশি কার্যকর।
[৬] বিএসএমএমইউ’র লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, ভ্যাকসিন ট্রায়ালের ব্যাপারে অক্সফোর্ডের সতর্কতার জায়গাটি আমরা দেখেছি। ট্রায়ালে অংশ নেওয়া একজন ভলান্টিয়ারের সাইড এফেক্ট দেখা দিলে বন্ধ করে দেওয়া হয়েছিলো পুরো ট্রায়াল। পরে জানা যায়, তিনি সুস্থ রয়েছেন। ভ্যাকসিনটি যে নিরাপদ তাতে সন্দেহ নেই।
[৭] ফাইজার ও মডার্নার ভ্যাকসিনের দাম ২৫-৩৭ মার্কিন ডলার, অক্সফোর্ড ভ্যাকসিনের দাম ৫ ডলারের মতো, যা ৭ ডলারের চীনা ভ্যাকসিনের চেয়েও সস্তা। সম্পাদনা: রায়হান রাজীব