আসিফুজ্জামান পৃথিল: [২] নিক ড্রামোন্ড ও প্যাট্রিক বেকার দম্পতি যে বাড়িটিতে বাস করেন তা প্রায় এক শতাব্দী পুরনো। বাড়ির মেঝে ও দেয়াল মেরামতের সময় খুঁজে পাওয়া মদের সবগুলোই ওল্ড স্মাগলার স্কচ। নিউ ইয়র্ক পোস্ট। [৩] ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে মদ ও মদ্যজাত পণ্য বহন এবং উৎপাদন নিষিদ্ধের সময় এসব বোতল সংরক্ষণ করা হয়েছিলো। ১৯২০ সাল থেকে ১৯৩৫ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল ছিলো। ১৯১৫ সালে বাড়িটি নির্মাণ করেছিলেন জার্মান নাগরিক এডলফ হালফনার। তিনি ছিলেন কুখ্যাত চোরাকারবারী। সিএনএন।[৪] এনপিআর জানায়, নিক বলেন, ‘আমার বাড়ির দেয়াল ও মেঝে মদের বোতল দিয়ে পরিপূর্ণ। সম্পূর্ণ অবিশ্বাস্য একটি ঘটনা। এখানে আসার আগে এই বাড়ি নিয়ে অনেক গল্প শুনেছি। সব সত্যি হয়ে গেলো। মেঝে মেরামত করতে গিয়ে হঠাৎ একটি হ্যাচ কাভার দেখতে পাই। সেখানে প্রবেশ করার পর মেঝের নীচে বড় একটি প্যাকেট খুঁজে পাই। কৌতুহল নিয়ে সেটি বের করে খুলে দেখি, এর ভেতরে ৬টি মদের বোতল। বোতলগুলো কাগজে মোড়ানো ছিলো। পরে দেয়ালে আরো বেশ কিছু প্যাকেট উদ্ধার করি।’ সম্পাদনা: সালেহ্ বিপ্লব