মো. শাহিন: [২] পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের মাঝ নদীতে ১০ ও ১১ নম্বর পিলারের ওপর বসানো হলো ৩৯ তম ‘টু-ডি’ স্প্যানটি। ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুর দৃশ্যমান হলো ৫ দশমিক ৮৫ কিলোমিটার।
[৩] শুক্রবার দুপুর ১২ টা ২০ মিনিটে ৩৯ তম স্প্যান বসানোর কাজ শেষ হয়। স্প্যান বসানো বাকি থাকল আর দুটি। এই মাসে বসলো চারটি স্প্যান।
[৪] ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর পিলারে ৪০তম স্প্যান (স্প্যান ২-ই) বসানোর পরিকল্পনা আছে প্রকৌশলীদের। বিজয় দিবসের আগেই মাওয়া প্রান্তে ৪১তম স্প্যানটি বসার কথা রয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল স্বপ্নের পদ্মাসেতুর নির্মাণ কাজ। সম্পাদনা: রায়হান রাজীব