এল আর বাদল : [২] কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনাকে পারিবারিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সমাহিত করা হয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্সিয়াল প্যালেসে দেশের সর্বোচ্চ মরণোত্তর সম্মান প্রদর্শনের পর স্থানীয় সময় সন্ধ্যার পর (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) সমাহিত করা হয়েছে ম্যারাডোনার মরদেহ।
[৩] নিজ জন্মস্থান বুয়েন্স আয়ারসের উপকণ্ঠে অবস্থিত বেলা ভিস্তা সমাধিস্থলে সমাহিত করা হয়েছে ম্যারাডোনাকে। যেখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন ম্যারাডোনার বাবা দিয়েগো ম্যারাডোনা চিতোরো (১৯২৭-২০১৫) এবং মা দালমা সালভাদোরা ফ্রান্সো (১৯৩০-২০১১)। মা-বাবার পাশেই দাফন করা হয়েছে ম্যারাডোনার মরদেহ। এসময় তার কিছু ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধু উপস্থিত ছিল।
[৪] এর আগে সারাদিনই রাজধানীর রাস্তায় হাজার-হাজার মানুষ জড়ো হয়ে ম্যারাডোনার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে। কেউ কাঁদছিলেন, কেউবা তার জন্য দুহাত তুলে প্রার্থনা করছিলেন। গেলো বুধবার ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান ম্যারাডোনা। – এএফপি/ বিবিসি সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল