শিমুল রহমান: [৩] মৃত রওশন আরার (৫৫) ছেলে চলচ্চিত্র পরিচালক মো. রফিক সিকদার বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন- হাসপাতালের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল (৫৫), একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফারুক হোসেন (৪৮), চিকিৎসক মো. মোস্তফা কামাল (৪৬) ও চিকিৎসক আল মামুন (৩৩)। এছাড়া অজ্ঞাত আরও তিন-চার জনকে আসামি করা হয়েছে। যমুনাটিভি, বাংলাট্রিবিউন
[৪]এজাহারে বলা হয়, একটি কিডনি অপসারণের কথা বলে রোগীর দ’ুটি কিডনি অপসারণ করেন দায়িত্বরত চিকিৎসকরা। এর কারণে অপারেশনের এক মাস পরেই ২০১৮ সালের ৩১ অক্টোবরে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর এ মামলা করা হলো।
[৫] শাহবাগ থানার ওসি মামুন অর রশীদ বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে রওশন আরার ময়নাতদন্ত করা হয়। রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, অল অরগান ড্যামেজ হওয়ার কারণে রওশন আরার মৃত্যু হয়েছে এবং তার দু’টি কিডনিই সার্জিক্যালি অপসারণ করা হয়েছে। সম্পাদনা : সমর চক্রবর্তী