আসিফুজ্জামান পৃথিল: [৩] সম্প্রতি প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার-এশিয়া ২০২০’ শীর্ষক সমীক্ষায় অংশ নেয়া ১৯ শতাংশ এশিয়ান বলছেন, গত এক বছরে সরকারি সুবিধা পেতে তাদের কোনও না কোনও ধরনের আর্থিক উৎকোচ দিতে হয়েছে। বাংলাদেশের ২৪ শতাংশ নাগরিক এই পরিস্থিতিতে পড়েছেন। সবচেয়ে খারাপ অবস্থা ভারতে। দেশটির ৩৯ শতাংশ নাগরিককে সরকারি সেবা পেতে ঘুষ দিতে হয়েছে। [৪] ১৭টি এশিয়ান দেশের ২০ হাজার মানুষ এই সমীক্ষায় অংশ নিয়েছেন। শতাংশ হিসেব করলে বলা যায়, ৮৩ কোটি ৬০ লাখ এশিয়ানকে ঘুষ দিতে হয়েছে। শুধু ঘুষ নয়, এশিয়ার দেশগুলোতে অনেক ক্ষেত্রেই সরকারি সেবা পেতে ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করতে হয়। ২২ শতাংশ মানুষ সরকারি সুবিধা পেতে পরিচিতজনদের প্রভাব ব্যবহার করেছেন। সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের। [৫] এই দেশগুলোতে নির্বাচনে ভোট পেতে নাগরিকদের ঘুষ দেয়া হয়, এটিও বড় সমস্যা। টিআই বলছে, শুধু সরকারি কর্মকর্তা নয়, সাধারণ মানুষও সুযোগ পেলে ঘুষ নিতে দেরি করেন না। ফলে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা পড়ে গেছে হুমকির মুখে। [৬] বাংলাদেশে পুলিশের কাছ থেকে সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় নাগরিকদের। শতাংশের হিসাবে তা ৩৭%। আবার সংস্থার দুর্নীতির হিসাবে স্থানীয় সরকারের কর্মকর্তাদের ঘুষ দিতে হয় ৩৫ শতাংশ। [৭] বাংলাদশের ৭২ শতাংশ মানুষ মনে করেন দুর্নীতি বড় সমস্যা। ইন্দোনেশিয়ার প্রায় ৯২ শতাংশ মানুষ এমন মনে করেন। তাইওয়ানের ৯১ শতাংশ, মালদ্বীপের ৯০ শতাংশ এবং ভারতের ৮৯ শতাংশ মানুষ মনে করেন, তাদের দেশে সরকারি দুর্নীতি অন্যতম বড় সমস্যা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব