সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী বিতর্কের সৃষ্টির পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। এই সাম্প্রদায়িক গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা করছে।
[৩] তিনি বলেন, এদেশে ইসলাম সম্পর্কে গবেষণা, চর্চা এগিয়ে নিতে বঙ্গবন্ধুই প্রতিষ্ঠা করেছিলেন ইসলামিক ফাউণ্ডেশন। তিনিই মাদ্রাসা বোর্ড পুনর্গঠনসহ ইসলাম প্রচারে তাবলিগ জামাতকে জমি দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনা প্রকৃত ইসলামের চর্চা এগিয়ে নিতে দেশের প্রতিটি উপজেলায় নির্মাণ করেছেন মডেল মসজিদ কমপ্লেক্স।
[৪] তিনি বলেন, ভাস্কর্যকে যারা মূর্তি বলে অপপ্রচারে নেমেছেন, তারা নিজেরাই ভ্রান্তিতে রয়েছেন। দেশের আলেম সমাজ এবং বিশেষজ্ঞগণ বারবার বলেছেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়। [৫] ওবায়দুল কাদের বলেন, দেশের স্থপতির ভাস্কর্য টেনে হেঁচড়ে নামাবে বলে কোন কোন ধর্মীয় নেতা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখছেন। এমন ভাষার ব্যবহার দেখে তাদের রুচিবোধ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। ধর্মকে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করবেন না। [৬]শনিবার তাঁর বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু, রায়হান রাজীব