মঈন উদ্দীন: [২] শুক্রবার বিকেল ৫টার দিকে সংঘটিত হামলায় ১৩ জন আহত হয়েছেন। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। [৩] আহত আশিকুর রহমান শাহমখদুম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীনকে প্রধান আসামী করে শুক্রবার রাতে চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন। [৪] শিক্ষার্থী নিশাত তাসনিম জানান, বিকেলে মেডিকেল কলেজের হোস্টেলে শিক্ষার্থীরা নিজেদের জিনিসপত্র নিতে যান। প্রথমে তাদের হোস্টেলে ঢুকতে দেয়া হয়নি। কিছুক্ষণ পরে জানানো হয়, ঢুকতে দেয়া হবে। এরপর কলেজ গেট বন্ধ করে মারধর শুরু করে এমডির ভাই মিঠু ও টিটোসহ কয়েকজন। [৫] চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুম মুনীর জানান, ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৩ জনকে আসামি করে মামলা হয়েছে। রাতেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। [৬] হামলার প্রতিবাদে শনিবার ক্যাম্পাসে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। তারা সব শিক্ষার্থীকে দ্রুত অন্য প্রাইভেট মেডিকেল কলেজে ‘মাইগ্রেট’ করার দাবি জানান। সম্পাদনা: রায়হান রাজীব, সালেহ্ বিপ্লব