ইমরুল শাহেদ: [২] রোববার সকালের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১৭ জন। তবে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আহতের সংখ্যা ২০ জনের বেশি। কর্মকর্তারা বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। [৩] প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, আত্মঘাতী হামলার লক্ষ্য ছিলো গজনী প্রদেশের প্রাদেশিক কাউন্সিলে হামলা চালানো। স্থানীয় সরকারের মুখপাত্র ওয়াহাদুল্লা জুমাজাদা সিনহুয়াকে বলেছেন, হামলার জবাব দেয় পুলিশ বাহিনী। এর বেশী তথ্য তাদের কাছে নেই। ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। ইয়ন।
[৪] কয়েক সপ্তাহ আগে ইসলামিক স্টেটের জঙ্গিরা আফগানিস্তানের রাজধানী কাবুলে পর পর ২৩টি রকেট হামলা চালায়। এরপরই দেশটির পূর্বাঞ্চলীয় গজন প্রদেশের রাজধানীতে এই হামলা হলো। [৫] গজনী হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমট বলেন, ‘আমরা ২৬টি মৃতদেহ ও ১৭ জন আহতকে পেয়েছি।’ [৬] কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। এই হামলার দায় কেউ স্বীকার না করলেও তালেবানদের দায়ি করেছেন কর্মকর্তারা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব