[২]লড়াই করতে করতে মানিয়ে চলা শিখে গেছে মানুষ, এসেছে বিকল্প ফসল ও কৌশল
আসিফুজ্জামান পৃথিল: [৩] এবার বর্ষা মৌসুম শুরুর এক সপ্তাহের মধ্যেই দেশের এক চতুর্থাংশ এলাকা বন্যায় তলিয়ে যায়। ১৩ লাখ বাড়িঘর বিনষ্ট হয়েছে, মারা গেছেন কয়েকশ মানুষ। পশ্চিমা দেশগুলোর সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ধকল সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটি। বিবিসি
[৩] বাংলাদেশকে ঘিরে রয়েছে ২৩০টি নদীর জাল। পদ্মা, ব্রহ্মপুত্র-যমুনা আর মেঘনা- এই ৩ নদীই বছরে ১৪০ কোটি টন পলি নিয়ে আসে, যা বাংলাদেশকে উর্বর করে। একই সঙ্গে আভাস দেয় জলবায়ু পরিবর্তনের। [৪] জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে ইতোমধ্যেই আউশ ধানের উৎপাদন ২৭ শতাংশ কমেছে, আর গমের ৬১ শতাংশ। শস্য উৎপাদন কমে যাওয়ার পরও পৃথিবীকে বিস্মিত করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ। আউশের স্থানে ইরি আর গমের জায়গায় ভুট্টা খাদ্যশস্যের ঘাটতি মিটিয়েছে।
[৫] জলবায়ু পরিবর্তনের জন্য সারাবিশ্ব যখন দুশ্চিন্তায় ভুগছে, তখন বুক চিতিয়ে লড়াই করছে বাংলাদেশ। নৌকার বিক্রি বেড়েছে, বাজার বসছে নদীর বুকে, খাদ্যাভ্যাস বদলে যাচ্ছে। পাল্টে যাচ্ছে বাড়ি তৈরির ধরন। দুর্যোগ আসছে কিন্তু কেউ ভেঙে পড়ছে না। বাংলাদেশ লড়ছে এমন এক লড়াই, যার দায় তার নয়, উন্নত বিশ্বের। সম্পাদনা: সালেহ্ বিপ্লব