কূটনৈতিক প্রতিবেদক: [৩] বুধবার এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের কাজ শিগগিরই শুরু করবে, এমন প্রতিবেদন তাদের নজরে এসেছে। কিন্তু এ নিয়ে জাতিসংঘের কাছে পর্যাপ্ত তথ্য নেই। [৪] যারা স্বেচ্ছায় ভাসানচরে যেতে চাইবে তাদের সকল মৌলিক অধিকার নিশ্চিতের ওপর জাতিসংঘ গুরুত্বারোপ করেছে।
[৫] রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর আগে সরকারের অনুমোদন সাপেক্ষে জাতিসংঘ প্রায়োগিক এবং সুরক্ষা বিষয়ক মূল্যায়ন করার জন্য প্রস্তুত রয়েছে। [৬] সরকারের ভাসানচর প্রকল্প বাস্তবায়নে জাতিসংঘ নিয়োজিত হতে পারবে কি না, সেটা নির্ধারণে এই মূল্যায়ন সুনির্দিষ্ট পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। দাতাগোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে পরিকল্পনা এবং বাজেট প্রস্তুত করা হবে।
[৭] বাংলাদেশের সরকার এবং এদেশের জনগণ রোহিঙ্গাদের সুরক্ষা এবং আশ্রয় প্রদানের মাধ্যমে যে উদারতা এবং মানবিক মূল্যবোধের পরিচয় দিয়েছে, তার জন্য বিবৃতিতে জাতিসংঘ কৃতজ্ঞতা প্রকাশ করছে। সম্পাদনা: বাশার নূরু, সালেহ্ বিপ্লব