কূটনৈতিক প্রতিবেদক: [২] বুধবার ডিক্যাব টকে অংশ নিয়ে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক বলেন, ভাসানচরের বিষয়ে জাতিসংঘের টেকনিক্যাল কমিটি মূল্যায়ন না করা পর্যন্ত সেখানের পরিস্থিতি নিয়ে আগাম কোনও মন্তব্য ইউরোপীয় ইউনিয়ন করবে না। [৩] রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউরোপীয় ইউনিয়নের একক ভূমিক না দেখে বিশ্ব কি করছে সেটাও দেখতে হবে। চীন, ভারত ও আসিয়ান জেটের এখানে ভূমিকা রাখতে হবে। [৪] রোহিঙ্গাদের ভাসানচর পাঠানোর প্রক্রিয়াটি অবশ্যই নিরাপদ ও স্বেচ্ছায় হতে হবে উল্লেখ করে বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবসনে শুরু করতে আমরা কাজ করছি। এ ক্ষেত্রে আমাদের সাবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।[৫] মিয়ানমারের নির্বাচন ও নতুন সরকার গঠনের পর সেখানের পরিস্থিতি পর্যবেক্ষনে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। [৬] এ সময় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়টি বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। [৭] ডিক্যাব টকে অংশ নেন, ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিস্কো ডি অ্যাসেস বেনেতেজ সালাস, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রাপ পিটারসন, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াতা, সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সন্দ্রা বার্গ ভন লিন্ডে। [৮] অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিক্যাব প্রেসিডেন্ট আঙ্গুর নাহার মন্টি ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান। সম্পাদনা: রায়হান রাজীব