সমীরণ রায় : [২] বীর বাহাদুর উশৈসিং আরও বলেন, তিন পার্বত্য জেলায় ছয়টি স্মার্ট ভিলেজ স্থাপনের কাজ চলছে। পাহাড়ে উন্নয়ন হচ্ছে। সেখানে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় হচ্ছে। [৩] তিনি আরও বলেন, ১০ হাজার ৮৯০টি পরিবারের মধ্যে সোলারের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা দেওয়া হয়েছে। গত ১০ বছরে পার্বত্য অঞ্চলের যুবকদের শিক্ষা ও নানাবিধ প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হয়েছে। রূপকল্প ২০২১ বাস্তবায়নে পার্বত্য অঞ্চলের অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রয়োজন। [৪] বুধবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য বাসন্তি চাকমা, সচিব সফিকুল আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারমান নববিক্রম কিশোর ত্রিপুরা উপস্থিত ছিলেন। সম্পাদনা : সমর চক্রবর্তী