এল আর বাদল : [২] টাইগার দলপতি জামাল ভূঁইয়ার কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। কাতার স্বাগতিক হলে তাদের একদমই ছেড়ে দেয়া হবে না। দুর্দান্ত পারফর্ম করে একটি পয়েন্ট হলেও কেড়ে নেবে বাংলাদেশ দল, এমন আত্মবিশ্বাস নিয়ে আজ শক্তিশালী কাতারের বিরুদ্ধে বিশ্বকাপ ও এশিয়ান বাছাইয়ের লড়াইয়ে নামবে বাংলাদেশ।
[৩] স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) শেখ আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ১০ হাজার। আয়োজক কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, করোনার বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ২০ ভাগ বা দুই হাজার টিকিট ছাড়া হবে দর্শকদের জন্য। আগ্রহীদের অনলাইন থেকে আগেই টিকিট কিনতে হবে। বুধবার থেকে টিকিট বিক্রি শুরু হবে বলেও জানিয়েছিল কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল