এল আর বাদল : বার্সেলোনা পারলো না দুর্বল কাদিসের সঙ্গে। মাঠে নামার আগে বার্সেলোনাকে হারাতে গতিময় ফুটবলের যে ঘোষণা দিয়েছিলেন কাদিস কোচ, মাঠে তার দেখা মিলল না তেমন। তবে চমক জাগানিয়া জয় ঠিকই তুলে নিয়েছে ১৫ বছর পর লা লিগায় ফেরা দলটি। শক্তি-সামর্থ্যে যোজন যোজন এগিয়ে থাকা প্রতিপক্ষের দুটি ভুলের সুযোগ কাজে লাগিয়ে ঘরের মাঠে আসরে প্রথম জয় পেয়েছে কাদিস। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লিগ ম্যাচে ২-১ গোলে হেরেছে রোনাল্ড কুমানের দল। আলভারো হিমেনেসের গোলে শুরুতে কাদিস এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা।
সফরকারীদের আরেকটি ভুলের সুযোগে জয়সূচক গোলটি করেন আলভারো নেগ্রেদো। গত ২১ নভেম্বর লিগে আতলেতিকো মাদ্রিদের মাঠে হারের পর যেন নিজেদের ফিরে পেয়েছিল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলে টানা তিনটি ম্যাচ জিতেছিল তারা; এই সময়ে গোল করেছিল ১১টি, বিপরীতে হজম করেনি একটিও। তবে লিগে অ্যাওয়ে ম্যাচে বেশ ভুগছিল দলটি। সেই হতাশা এবার আরও বাড়ল। এবারের লিগে ১০ ম্যাচে এই নিয়ে চারটিতে হারল তারা, যার তিনটিই প্রতিপক্ষের মাঠে। গোল ডটকম