আমিরুল ইসলাম : [২] চলচ্চিত্র প্রযোজক মো. ইকবালের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার সাবেক স্ত্রী জেনিফার ফেরদৌস। জোরপূর্বক বিয়ে করতে চাওয়া এবং অশ্লীল ভিডিও বার্তা ছড়ানোর হুমকি দেয়ার কারণেই এই ডায়েরি করা। ২২ ডিসেম্বর মধ্য রাতে রাজধানীর হাতিরঝিল থানায় হাজির হয়ে ডায়রিটি করেন তিনি। তারপর জেনিফারের বিরুদ্ধে পাল্টা সাধারণ ডায়েরি করেন মো. ইকবাল। ২৩ ডিসেম্বর রাজধানীর গুলশান থানায় জিডি করেন তিনি। সূত্র : ডেইলি-বাংলাদেশ ডটকম
[৩] নিজের করা সাধারণ ডায়েরিতে সংগীত পরিচালক ইমন সাহার সঙ্গে জেনিফারের প্রেমের কথা উল্লেখ করেন ইকবাল। এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে ইকবালকে হুমকি দিয়ে আসছেন জেনিফার ও ইমন সাহার। এমন অভিযোগও করেছেন ইকবাল। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। [৪] হুমকির ঘটনায় নিন্দা জানিয়ে দেশিয় একটি গণমাধ্যমকে শাকিব বলেন, ‘শুনলাম প্রযোজক ইকবালকে সংগীত পরিচালক ইমন সাহা হুমকি দিয়েছেন। তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডের দোহাই দিচ্ছেন। ন্যাশনাল অ্যাওয়ার্ড তো আমরাও পেয়েছি। কই আমরা তো অ্যাওয়ার্ডের দোহাই দিয়ে কাউকে হুমকি দেই না। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার দেয়া হয়। এর মানে এই নয়, এই পুরস্কারের নাম ভাঙিয়ে কাউকে থ্রেট করা যায়।’ [৫] ক্ষোভ প্রকাশ করে ঢালিউড কিং আরো বলেন, ‘ন্যাশনাল অ্যাওয়ার্ডের নাম ভাঙিয়ে মানুষকে ভয় দেখানো খুব লজ্জার। আমি এর তীব্র নিন্দা জানাই।’