ভূঁইয়া আশিক : [৩] শিক্ষাবিদ অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিকের মতে, একজন শিক্ষার্থী প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই সেক্স এডুকেশন দেওয়া প্রয়োজন। আচার-আচরণ, নীতি-নৈতিকতার শিক্ষাও দেওয়া দরকার। আমাদের শিক্ষা ব্যবস্থায় নীতিনৈতিকতা, শিক্ষা কার্যক্রমে কিছুটা শৈথিল্য হয়তো আছে। কিন্তু এজন্য বিশেষ কোনো শিক্ষা ব্যবস্থাকে দোষারোপ করা ঠিক হবে না। [৪] তিনি বলেন, একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবন শেষ করে পারিবারিক জীবনে যাবে, এটা তো শিক্ষার অংশ। যৌনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা বাদ দেই কিংবা এড়িয়ে যাই। কারণ আমরা এখনো রক্ষণশীল। বাবা-মায়েরা এখনও এসব ব্যাপারে খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দবোধ করেন না। এ জায়গা থেকে সকলকে বের হয়ে আসতে হবে। [৫] মনোবিদ অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম বলেন, ইংরেজি মিডিয়াম স্কুলগুলোয় পড়ালেখা করা ছেলেমেয়ে এবং তাদের পরিবার পাশ্চাত্য সংস্কৃতির ওপর অতিমাত্রায় নির্ভরশীল। তাদের নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ অনেক কম। নিজস্ব সংস্কৃতি থেকে তারা বিচ্যুত। পোশাক-পরিচ্ছেদ ও জীবনযাপনে আধুনিক হলেও চিন্তাভাবনায় নি¤œমানের। সম্পাদনা: সালেহ্ বিপ্লব