বাশার নূরু:[৩] আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সরকার বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করবেন।
[৪] এ বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, আমরা বাংলাদেশের ওপর একটি প্রেজেন্টেশন দেবো। সিডিপি যদি কোনও কিছুর ব্যাখ্যা চায় তবে বৈঠকে উত্তর দেবো। এক ঘণ্টার ওই বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ১৮ মিনিটের একটি প্রেজেন্টেশন দেবেন এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা তাদের প্রশ্ন বা মন্তব্য করবেন। [৫] বাংলাদেশের অবস্থান ভালো জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, আমি আশা করি যে তথ্য-উপাত্ত আমাদের কাছে আছে সেটি গ্র্যাজুয়েশনে সফল হওয়ার জন্য যথেষ্ট। [৬] তিনটি সূচকের যেকোনও দুটিতে উত্তীর্ণ হলেই গ্র্যাজুয়েশন পাওয়া যায়। বাংলাদেশ তিনটি সূচকেই অত্যন্ত শক্ত অবস্থানে আছে। তিনটি সূচকে প্রয়োজন হচ্ছে মাথাপিছু আয় ১,২২২ ডলার, মানবসম্পদ সূচকে ৬৬ পয়েন্ট বা বেশি এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুর সূচকে ৩২ পয়েন্ট বা কম। এর বিপরীতে সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশের চিত্র হচ্ছে যথাক্রমে ১,৮২৭ ডলার, ৭২.৪ পয়েন্ট ও ২৭ পয়েন্ট।
[৬] পররাষ্ট্রসচিব বলেন, ২০১৮ সালে বাংলাদেশ প্রতিটি সূচকেই অত্যন্ত ভালো অবস্থানে ছিল। ওই বছর থেকে পরবর্তী তিন বছর সূচকগুলো পর্যবেক্ষণ করা হয় এবং বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকায় এ বছর আমরা আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েশন লাভ করবো। সম্পাদনা : সমর চক্রবর্তী