তাবাসসুম সুইটি: [২] রোববার এক টুইটে আন্তর্জাতিক এই ম্যাগাজিন তাদের ফেব্রুয়ারি সংখ্যার প্রচ্ছদের দুটি ছবি প্রকাশ করেছে। ছবি দুটোতেই এই কা- ঘটিয়েছে ভোগ। এ ছাড়া বলা হচ্ছে ছবিগুলো গ্ল্যামারহীন ও নি¤œমানের। দ্য গার্ডিয়ান।[৩] অনেকেই সম্পাদকম-লীর সমালোচনা শুরু করেছেন। নিউইয়র্ক টাইমসের ওয়াজহাট আলী তার মন্তব্যে লিখেছেন, ‘কী গোলমেলে’। আনা উইনটোর নামের আরেকজন লিখেছেন,‘আমি আমার স্যামসাং মোবাইল ব্যবহার করে বিনামূল্যে কমলা হ্যারিসের ছবি তুলব এবং আমি ১০০ ভাগ আত্মবিশ্বাসী ভোগের প্রচ্ছদের চাইতে সেগুলো বেশি ভালো হবে।’ [৪] শার্লোট ক্লাইমার নামের আরেকজন টুইটে লেখেন, ছবি হিসেবে এ দুটি খারাপ না,তবে হ্যারিসের ছবি দুটি ভোগের মানের তুলনায় অনেক নি¤œমানের। অনেক ব্যবহারকারী বলেন, ভোগ হ্যারিসের ছবিতে গায়ের রং হালকা (ফর্সা) করে প্রকাশ করেছে।