বাশার নূরু: [৫] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী কোম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা আরও বলেন, কোম্পানীগঞ্জে অস্ত্রের ঝনঝনানি চলছে। যে কোনো সময় আমার জীবন বিপন্ন হতে পারে। আমি আপনাদের কবর দেখিয়ে দিয়েছি আমাকে সেখানে কবর দেবেন। [৬] তিনি বলেন, ফেনীতে একজন উপজেলা চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে পেট্রোল ঢেলে র্নিমমভাবে গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়েছে। দুঃখজনক, আজও বিচার হয়নি।
[৭] তিনি বলেন, ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকায় নির্বাচন সুষ্ঠু না হলে তার সুনাম ক্ষুন্ন হবে। ভোট যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে পদক্ষেপ নেওয়া উচিত । [৮] তিনি বলেন, আমি স্পষ্ট ভাষায় বলছি যে কেন্দ্রে কেউ গন্ডগোল করবে, সঙ্গে সঙ্গে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে ১০ বার নির্বাচন হবে। তবু নির্বাচন প্রশ্নবিদ্ধ করা যাবে না।
[৯] সোমবার বসুরহাট পৌরসভা নির্বাচন সামনে রেখে রুপালি চত্বরে ব্যবসায়ীদের আয়োজনে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন কাদের মির্জা। সম্পাদনা: রায়হান রাজীব