আতিক খান : এই মৃত্যু সংবাদটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। মন বেশ বিষণœ হয়ে গেলো। প্রায় দেড় মাস করোনায় ভুগে বিভিন্ন হাসপাতালে কেবিন, আইসিইউ আর লাইফ সাপোর্ট চিকিৎসা নিয়ে এতো চেষ্টার পরেও মাত্র ৫৩ বছর বয়সে বিদায় নিয়েছেন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। সাংবাদিকতায় আরো অনেক কিছু দেওয়ার ছিল তার। সাংবাদিক মহলে আইন আর সংবিধান বিষয়ে তার চাইতে জ্ঞানগর্ভ আর্টিকেল আর কাউকে তেমন লিখতে দেখিনি। অথচ আইন বিষয়ে তিনি ছিলেন স্বশিক্ষিত, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেননি। বরিশালের বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মিজানুর রহমান খান তিন দশক ধরে সাংবাদিকতা করেছেন। তিনি মূলত সংবিধান ও আইন নিয়ে লেখালেখি করেন। তার উল্লেখযোগ্য বই সংবিধান ও তত্ত¡াবধায়ক সরকার বিতর্ক, ১৯৭১: আমেরিকার গোপন দলিল। মিজানুর রহমান খান বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনের প্রশ্নে সব সময় কলম সচল রেখেছেন। তার যেকোনো রাজনৈতিক বিশ্বাস বা আদর্শের প্রতি পক্ষপাত ছিল না, তা নয়। কিন্তু পেশার কাজে তিনি তার প্রতিফলন ঘটতে দেননি। মৃত্যুকালে স্ত্রী আর তিন সন্তান রেখে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন। ফেসবুক থেকে