আহসান হাবিব : মিজানুর রহমান খানের মৃত্যু রাষ্ট্রের এক অপূরণীয় ক্ষতি। তিনি শুধু সাংবাদিক ছিলেন না, ছিলেন একজন অসাধারণ গবেষক। মুক্তিযুদ্ধ বিষয়ে তার গবেষণা বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের দলিল দস্তাবেজ ঘেঁটে যে সত্য উদঘাটন করেছেন, তা ইতিহাসের এক অমূল্য দলিল। একাত্তরে মার্কিন প্রশাসনের ভ‚মিকা এই গবেষণায় মূর্ত হয়ে ওঠে। বঙ্গবন্ধু হত্যার পেছনের ষড়যন্ত্র বিষয়ে মার্কিনীদের ভ‚মিকা সহ আর সব শক্তির যোগাযোগ বিষয়ে তার গবেষণাও ইতিহাসের অমূল্য দলিল। তিনি উপসম্পাদকীয় পাতায় আইন বিষয়ে যা লিখতেন তা এতোটাই যুক্তিশীল হয়ে উঠত যে আমরা সংবিধান, আইন ইত্যাদি বিষয়ে স্বচ্ছ ধারণা লাভ করতাম। তার মতো করে আইনকে এমন গভীরতায় বিশ্লেষণ করেছেন বলে দেখি না। তিনি ছিলেন একজন বুদ্ধিদীপ্ত এবং ক্ষুরধার বক্তা। তার মৃত্যু সত্যি এক অপূরণীয় ক্ষতি। শোক এবং শ্রদ্ধা জানাই এই অকাল প্রয়াত প্রতিভাধর মানুষটির প্রতি। ফেসবুক থেকে