বাশার নূরু: [৪] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা আরও বলেন, আমি শেখ হাসিনা, রাষ্ট্রপতির পক্ষে কথা বলি। কিন্তু সাংবাদিকরা তা প্রকাশ করে না। [৫] তিনি বলেন, আমার সঙ্গে ওবায়দুল কাদের নাই, প্রশাসন নাই, কেন্দ্রীয় নেতারাও নাই। শুধু সাধারণ ভোটাররা আছেন। [৬] কাদের মির্জা বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ভোটকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করছে একরাম চৌধুরী। তিনি বিএনপির মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ও কাউন্সিলরদের টাকা দিয়ে গেছে, আমাকে হারানোর জন্য।[৭] তিনি বলেন, ভোট হবে শতভাগ সুষ্ঠু, কোনো অনিয়ম বরদাশত করা হবে না। [৮] মঙ্গলবার সকালে কোম্পানীগঞ্জে ডাকবাংলায় মিলনায়তনে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। সম্পাদনা: রায়হান রাজীব