আসিফুজ্জামান পৃথিল: [৩] গত সপ্তাহে মার্কিন ক্যাপিটল ভবনে হামলাকারী উন্মত্ব জনতাকে বীর অ্যাখ্যা দিয়ে বড় বিপদে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার রাজনৈতিক ক্যারিয়ার তো সঙ্কটে পড়েছেই, ডুবতে বসেছে ব্যবসা প্রতিষ্ঠানও। এমন সময় এসব হচ্ছে, যখন প্রেসিডেন্সি ছেড়ে আবার ব্যবসায় মনোযোগ দেবার সুযোগ তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্টের। সিএনএন [৪] ট্রাম্পকে বয়কট করতে চাচ্ছেন অর্থদাতারা, সেসব টেক কোম্পানি, যারা তার কণ্ঠস্বরকে জোড়ালোভাবে জনতার সামনে নিয়ে আসে, সেসব ব্যাংক, যারা তার অ্যাকাউন্টের দেখাশোনা করে এমনকি তার অনলাইন ব্যবসা পরিচালনা করা কানাডিয়ান কোম্পানিও আর তাকে পাত্তা দিচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের ক্যারিয়ারও হুমকির মুখে রয়েছে। এনডিটিভি [৫] তবে এই ব্যাপারে মুখ খুলতে নারাজ ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠান। তবে একটি সূত্র বলছে, ৪টি ব্যাংক নিয়মিত ঋণ দেয় ট্রাম্পের প্রতিষ্ঠানকে। ম্পাদনা : রাশিদ