নূর মোহাম্মদ : [২] সারা দেশে নির্মিত ও নির্মাণাধীন ম্যুরাল-ভাস্কর্যের নিরাপত্তায় সার্বক্ষণিক সশস্ত্র পুলিশ টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বসানো হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা। [৩] পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে আরও বলা হয়েছে, সারা দেশে বঙ্গবন্ধুর ১ হাজার ২০১টি ম্যুরাল ও ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এছাড়া নির্মাণাধীন রয়েছে আরও ১৯টি।[৪] প্রতিবেদনটি মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।[৫] পরে বাশার সাংবাদিকদের বলেন, ম্যুরাল স্থাপনের অগ্রগতি জানিয়ে আগামী ২১ জানুয়ারি আরেকটি প্রতিবেদন দিতে বলেছেন আদালত। সম্পাদনা: রায়হান রাজীব