সমীরণ রায়: [৩] ভোটার তালিকা আইন ও বিধিমালা অনুযায়ী, প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদ ও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের বিধান রয়েছে। কিন্তু করোনার কারণে ২০২০ সালে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ছাড়াই হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। গত ২০১৯ সালে সারাদেশে নাগরিকের তথ্য সংগ্রহ করা ওই তথ্যের ভিত্তিতে এ তালিকা হচ্ছে।
[৪] খসড়া তালিকার ওপর কারও আপত্তি বা সংশোধনী থাকলে, তা ৩১ জানুয়ারি পর্যন্ত জানানো যাবে। আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ওইসব দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে। [৫] নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, করোনাসহ বিভিন্ন কারণে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ হয়নি। গত ৩ বছরের তথ্য সংগ্রহের ভিত্তিতেই বিধান অনুযায়ী ভোটার তালিকা হচ্ছে। তবে কেউ যোগ্য হওয়ার পরও ভোটার তালিকা থেকে বাদ পড়েন, তাদের বিষয়ে কমিশনের নির্দেশনা চাওয়া হয়েছে।
[৬] গত ২০১৯ সালের ১৬ বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করা হয়। এতে প্রায় ৯৬ লাখ নাগরিকের তথ্য পেয়েছিল ইসি। এরমধ্যে ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১ জনকে ভোটার তালিকাভুক্ত করে ২০২০ সালের ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হয়। বাকি প্রায় সাড়ে ২৮ লাখের তথ্য নির্বাচন কমিশনে রয়েছে। সম্পাদনা: রায়হান রাজীব