শিমুল মাহমুদ: [৩] ভারত থেকে ২৫ জানুয়ারি ভ্যাকসিন আসবে। এরপর ৬টি ধাপে সরকার-নির্ধারিত জেলা ইপিআই কোল্ড স্টোরগুলোতে পৌঁছে দেবে বেক্সিমকো ফার্মাসিউটক্যালস লিমিটেড।
[৪] ভ্যাকসিন পরিবহন, সংরক্ষণ ও প্রদানে নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। সরকারি প্রচার-প্রচারণা করবে তথ্য মন্ত্রণালয়। ডিজিটাল পদ্ধতিতে অনলাইন নিবন্ধন, ভ্যাকসিন কার্ড, সম্মতিপত্র এবং ভ্যাকসিন সনদ প্রদানে কাজ করবে আইসিটি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। [৫] গত রোববার প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপÍরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। [৬] কমিটিতে রয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং এটুআই প্রকল্প পরিচালক। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
করোনার টিকা দেয়ার প্রস্তুতি চলছে পুরোদমে: পড়ুন ২-এর পাতায়