ইমরুল শাহেদ : রোহিঙ্গা ছবির প্রতিনিধিত্বশীল চরিত্রের অভিনেত্রী আরশি হোসেনের জন্মদিন ছিলো ১২ জানুয়ারি। এদিন তাকে পরিচিত, বন্ধু-বান্ধব এবং দর্শক-ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে জন্মদিনের শুভেচ্ছা জানালেও এবার তিনি জন্মদিন পালনের কোনো আয়োজন করেননি। মহামারীর এই আবহে তিনি জন্মদিন পালন পরিহার করেছেন। আরশি জানান, পারিবারিক কাজে দেশের বাইরে থাকায় তাকে নতুন বছর সেখানেই উদ্যাপন করতে হয়েছে। তিনি বলেন, ‘সেদিন আমি কক্ষের বাইরেই যাইনি। তবে কষ্ট লেগেছে আমার পরিচিত গÐীর বাইরে ছিলাম আমি। কারও সঙ্গে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করতে পারিনি।’ সম্প্রতি তিনি চিত্রনায়ক রিয়াজের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। সেটির বিলবোর্ডও হচ্ছে। জানালেন, এমনি আরও কিছু কাজের অফার আছে। ব্যাটে-বলে মিলে গেলে তার থেকে হয়তো কিছু কাজ করা হবে। তবে তার কাছে প্রধান কাজ হলো চলচ্চিত্রাভিনয়। আরশি বলেন, নতুন বছরে নতুন কোনো পরিকল্পনা নেই। এ বছর আমার রোহিঙ্গা ছবিটি মুক্তি পাবে। পরিচালক অহিদুজ্জামান ডায়মন্ডসহ আমরা পুরো ইউনিট প্রচÐ পরিশ্রম করেছি। সব শ্রমেরই একটা মূল্যায়ন থাকে। আমি মনে করি দর্শক ছবিটি দেখে জাতীয় ও আন্তর্জাতিক অনেক বিষয় সম্পর্কে অবহিত হতে পারবেন এবং চলচ্চিত্র হিসেবে উপভোগও করবেন।’ তিনি বলেন, ‘ইতোমধ্যে আমার অনেক পরিচালকের সঙ্গেই কথা হয়েছে। এখান থেকে কিছু ছবির কাজ শুরু হবে। তবে শুরু না হওয়া পর্যন্ত কোনো ছবির নাম বলতে চাই না।’