শাহানুজ্জামান টিটু, ইমদাদুল হক: [৩] ব্যক্তির শাসন নয় আইনের শাসন প্রতিষ্ঠা করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেন কে এম নুরুল হুদা। তিনি বলেন, নির্বাচনে হেরে গিয়ে আমেরিকাতেও কারচুপির অভিযোগ তোলা হয়েছে। নির্বাচনে হেরে গেলে বলা হয়, কারচুপি হয়েছে। এটা এদেশের কালচার। আওয়ামী লীগ হেরে গেলেও তারা কারচুপির অভিযোগ তুলতো। [৪] হুদা বলেন, করোনাকালীন যেনো কোনো সাংবিধানিক তৈরি না হয় সেই কারণে সব নির্বাচনগুলো সম্পন্ন করা হচ্ছে। ইভিএম এ যেনো কোনোভাবে নির্বাচন বিতর্কিত না হয়, সকল নির্বাচন কর্মকর্তাদের সে বিষয়ে নির্দেশ দেন সিইসি।
[৫] তিনি বলেন, দেশে পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। [৬] নূরুল হুদা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে মানুষের আস্থা রয়েছে। এজন্য সকল ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে ইভিএমএ ভোট কারচুপি হয় না বলেও দাবি করেন তিনি।[৭] ১৬ মার্চ দ্বিতীয় দফা সারাদেশের পৌরসভা নির্বাচন উপলক্ষে সাভারে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠকে একথা বলেন সিইসি। সম্পাদনা: রায়হান রাজীব