আমিরুল ইসলাম : [৩] সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ বলেন, ফ্রেব্রুয়ারি ও মার্চ মাস না হয়ে এপ্রিল মাসে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে এরকম কোনো সরকারি নির্দেশনা আমরা পাইনি। ফ্রেব্রুয়ারির অমর একুশে বইমেলা আমরা ফেব্রুয়ারি মাসেই চাই। দেশে করোনা ভ্যাকসিন আসছে এবং করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হতে হতে ফেব্রুয়ারি মাস চলে আসবে। এর জন্য অমর একুশে বইমেলা মার্চ মাসে সরিয়ে নিলেও আমরা বইমেলা করতে রাজি আছি। [৪] তিনি আরও বলেন, এপ্রিল মাসে প্রচণ্ড গরম শুরু হয়, ঝড়-বৃষ্টি হয় এবং এবার ১২ তারিখ থেকে রমজান মাসও শুরু হয়ে যাবে। এতো প্রতিকুলতা সামনে রেখে সেসময় বইমেলা আয়োজন করাটাকে শুভ সিদ্ধান্ত মনে করছি না। [৫] মাওলা ব্রাদার্সের প্রকাশক আহমেদ মাহমুদুল হক বলেন, আমাদের প্রকাশক সমিতি বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বসে বইমেলা আয়োজন করার একটি সুবিধামত সময় বের করবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া স্বাস্থ্যবিধি মেনে যদি বইমেলা করা যায় তাহলে আমরা প্রকাশকরা বইমেলা করবো। [৬] তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন সম্ভব না হলে সরকারি সিদ্ধান্ত মেনেই আমরা পববর্তীতে বইমেলা করবো। সরকারের সিদ্ধান্তই এখানে মুখ্য বিষয়। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল