রাশিদুল ইসলাম: [৩] যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফ চেয়ারম্যান এবং সকল বাহিনীর প্রধানের এ ধরনের যৌথ বিবৃতি বিরল। সিএনএন। [৪] জয়েন্ট স্টাফ চেয়ারম্যান মার্ক মিলি, এয়ারফোর্স প্রধান জন হিতেন, আর্মি জেনারেল জেমস ম্যাকনভিল, মেরিন কোরের জেনারেল ডেভিড বার্গার, নৌ বাহিনী প্রধান এডমিরাল মাইকেল গিলডে, এয়ারফোর্স জেনারেল জন চার্লস ব্রাউন জুনিয়র, স্পেইস ফোর্স প্রধান জেনারেল জন রেমন্ড এবং ন্যাশনাল গার্ড প্রধান জেনারেল ড্যানিয়েল হকারসন এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন।
[৫] বিবৃতিতে বলা হয়, মিলিটারি সদস্যরা সংবিধানকে রক্ষা করেই কাজ করবে। রাজনৈতিক নেতৃত্বের সকল আইনানুগ নির্দেশ পালনে তারা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। মার্কিন জনগণের জানমাল রক্ষা করা তাদের সাংবিধানিক দায়িত্ব।
[৬] তারা বলেন, ক্যাপিটলে যা ঘটেছে তা আইনের শাসনের চরম লঙ্ঘন। [৭] নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে ট্রাম্প সমর্থকরা সশস্ত্র বিদ্রোহের হুমকি দেওয়ার পর প্রত্যেক রাজ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে।
[৮] ক্যাপিটল হিলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। যে কোনো মূল্যে আগামী ২০ জানুয়ারি বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে হতে পারে, সে জন্যে সবধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব