রায়হান রাজীব: [২] বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। [৩] জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা হয়। এরপর শিশু কিশোরদের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। [৪] শিল্পকলা একাডেমিকে সহযোগিতা করছে পিপলস থিয়েটার এসোসিয়েশন। [৫] আর্টক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে এই কর্মসূচির আওতায়। [৬] জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভাষার মর্যাদা সমুন্নত রাখা এবং শিশু-কিশোরদের মধ্যে স্বাধীনতা ও ভাষা আন্দোলনের তাৎপর্য পৌঁছে দিতেই এ উদ্যোগ। [৭] কর্মসূচি বাস্তবায়ন করতে প্রতি জেলার শিল্পকলা একাডেমি সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়। সম্পাদনা:সমর চক্রবর্তী