সমীরণ রায়: [২] মটোরোলা মোবাইলের ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের সূত্রে জানা গেছে, কারখানার জন্য মটোরোলা সরাসরি এবং বাংলাদেশের প্রতিষ্ঠানটির অংশীজন, দুই পক্ষই যৌথভাবে বিনিয়োগ করবে। কে কত শতাংশ বিনিয়োগ করবে, তা চূড়ান্ত না হলেও মটোরোলা বেশি অংশ বিনিয়োগ করার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। [৪] কারখানার জন্য গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে জায়গা বরাদ্দের জন্য আবেদন করবে সেলেক্সট্রা লিমিটেড। বিষয়টি নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে। এছাড়া টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতেও কারখানা গড়ে তোলার জন্য আবেদন করা হবে। [৫] সেলেক্সট্রার ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে চলতি বছরেই কারখানা চালু করা হবে। জুনেই কারখানা সেটআপ, চলতি বছরেই স্মার্ট ও ফিচার মোবাইল ফোন বাজারে আনবে। উৎপাদনের শুরুতে স্মার্টফোনকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে। স্মার্টফোনের পর ফিচার ফোন উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। [৬] তিনি বলেন, ফিচার ফোনের চাহিদা কখনও শেষ হবে না। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু