সমীরণ রায়: [৩] ড. হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাদের নেতারা বলেছেন, ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে না। প্রকৃতপক্ষে, প্রথম দফা নির্বাচনে তারা মাত্র দু’টি পৌরসভায় জয় পাওয়ায় লজ্জা ঢাকতে প্রেসক্লাবে সামনে কথা বলা ছাড়া কিছু নেই। যখন কেউ নাচতে না জানে তখন বলে, ‘উঠান বাঁকা’। তাদের অনুরোধ জানাবো, আগে পৌরসভা ও জেলা-উপজেলায় নিজেদের অনৈক্য নিরসন করুন। [৪] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যথাসময়ে করোনার টিকা পাচ্ছেনা গুজব রটানোর চেষ্টা ব্যর্থ হয়ে ভ্যাকসিন অ্যাপসের খরচ নিয়ে কিছু গণমাধ্যমে ভুল সংবাদ পরিবেশন হয়েছে। আইসিটি বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, অ্যাপসের জন্য কোনো খরচ নেই। আবার ভারত থেকে নাকি ৪৭ শতাংশ বেশি দামে ভ্যাকসিন কিনছি-এ সংবাদও মিথ্যা। চুক্তি অনুযায়ী ভারত যে দামে ভ্যাকসিন পাবে, একই দামে আমরাও পাবো। দায়িত্বশীল কোনো গণমাধ্যম যদি অসত্য সংবাদ পরিবেশন করে, তাহলে বিশ্বাসযোগ্যতা খর্ব হয়। [৫] হাছান মাহমুদ বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করলেও বাহাত্তরের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে না আসা পর্যন্ত স্বাধীনতা পূর্ণতা পায়নি। বঙ্গবন্ধু ফিরে না আসলে স্বাধীনতা কতটুকু টেকসই হতো সেটি নিয়ে প্রশ্ন থেকে যায়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনেই স্বাধীনতা-সাবভৌমত্ব সংহত হয়।[৬] বুধবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সম্পাদনা: রায়হান রাজীব