আসিফুজ্জামান পৃথিল: [৩] মার্কিন রাজধানীতে দাঙ্গায় উসকানি দেবার অভিযোগে হাউস সদস্যরা এই উদ্যোগ নিলেন। প্রস্তাবটি আনেন মেরিল্যান্ডের ডেমোক্রেট কংগ্রেসম্যান জেমি রাসকিন। এই রেজুলেশনে ট্রাম্পকে অপসারণের জন্য নিজের ক্ষমতা এখনই ব্যবহার করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আহ্বান জানানো হয়েছে। অবশ্য ন্যান্সি পেলোসিকে দেয়া এক চিঠিতে পেন্স জানিয়ে দিয়েছেন, তিনি তার এই ক্ষমতা ব্যবহার করবেন না। পলিটিকো
[৪] কার্যকর না হলেও রেজুলেশনটির তাৎপর্য অনেক। এতে প্রমাণিত হয়েছে, আইন প্রণেতারা বর্তমান প্রেসিডেন্টের ওপর বিশ্বাস রাখতে পারছেন না। এমনকি ট্রাম্পের নিজদল রিপাবলিকান পার্টির একাধিক সদস্যও এই রেজুলেশনের পক্ষে ভোট দিয়েছেন। সিএনএন । [৫] এই রেজুলেশনের বাইরেও বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার) ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবে ভোট দেবেন হাউজ সদস্যরা। ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠতা থাকায় ট্রাম্পের আবারও অভিশংসিত হবার সম্ভাবনা প্রবল। এটি হলে তিনি হবেন ইতিহাসের প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি দুবার অভিশংসিত হবেন। জানা গেছে, একাধিক রিপাবলিকান কংগ্রেসম্যান এই অভিশংসনের পক্ষেই ভোট দেবেন। বিবিসি
[৬] অভিশংসন কার্যকর করতে সিনেটের ভোটও দরকার হবে। একাধিক রিপাবলিকান সিনেটর এই প্রস্তাবের পক্ষে থাকায় এটি কার্যকরও হয়ে যেতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্টের আর এক সপ্তাহও মেয়াদ নেই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব