বাশার নূরু:[৪] নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী আরও বলেন, যদি নির্বাচন বানচাল করা হয় তবে তার দায় নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নিতে হবে। [৫] নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য দলের প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শনিবার যদি আমি ভোট কারচুপি করি, ওই দিনই যেনও আমার মৃত্যু হয়। তবে আপনারা ভোটের দিন দুপুর ১২টার সময় ভোট বর্জন করবেন না। যদি কোথাও কারচুপি হয়, আমাকে জানাবেন। আমি রাজপথে নেমে যাবো। [৬] তিনি বলেন, এরশাদবিরোধী আন্দোলনে ডা. মিলনকে বামদলের লোকেরা হত্যা করেছিলো ওই আন্দোলনকে চাঙ্গা করার জন্য। আমাদের এখানে নির্বাচনের আগে ও পরে দাঙ্গা-হাঙ্গামা, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটতে পারে। [৭] আমার আশঙ্কা, ষড়যন্ত্রের অংশ হিসেবে আগামী দুই দিনের ভেতর কাউকে মেরে ফেলা হতে পারে। মেরে ফেলার পর আমার ওপর কিংবা আপনাদের ওপরে দায় চাপানো হতে পারে।
[৮] বৃহস্পতিবার সকালে নোয়াখালীর বসুরহাট বাজারের রুপালি চত্বরে নির্বাচনী শেষ সমাবেশে এসব কথা বলেন। সম্পাদনা: রায়হান রাজীব, সালেহ্ বিপ্লব