আসিফুজ্জামান পৃথিল: [২]বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমাদের জাতিকে একটি মারণঘাতি ভাইরাস গ্রাস করে নিয়েছে। আমাদের অর্থনীতিও ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আশা করবো, সিনেট নেতৃত্ব নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য সঠিক পথ খুঁজে পাবে। অভিশংসন আইনি প্রক্রিয়া এবং এ দেশের জনগণ অধীর আগ্রহে তার অপেক্ষায় রয়েছে। পলিটিকো, সিএনএন [৪] নিজ বিবৃতিতে বাইডেন অভিযোগ করেন, ক্যাপিটল দাঙ্গার জন্য খোদ প্রেসিডেন্টই দায়ী। তিনি উসকানি না দিলে অকালে ৫টি প্রাণ ঝড়ে পড়তো না। এজন্য ডোনাল্ড ট্রাম্প অবশ্যই শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেন বাইডেন। [৫] বাইডেন আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ পদ, যেমন স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, ন্যাশনাল ইন্টেলিজেন্স এর ডিরেক্টর এর মতো অনেক পদে পরিবর্তন আনতে হবে। অনেকেই পদত্যাগ করেছেন। আমাদের দেশ এক ভয়ঙ্কর অবস্থায় পড়ে গেছে। এটি চলতে দেওয়া যাবে না। সম্পাদনা : রাশিদ