আমিরুল ইসলাম : [৩] বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, এলডিসি থেকে উত্তরণের সময় পেছানোর দাবিটি সরকার নিশ্চয়ই ভেবেচিন্তেই করছে। দুই বছরে আমরা অর্থনীতিকে পুনরুদ্ধার করবো। অর্থনীতিকে পুরনো ধারায় ফিরিয়ে আনতে বা মেরামত করতে একটু সময় লাগবে। আমরা এলডিসি থেকে উত্তরণের সক্ষমতা অর্জন করেছি, সেটা আমরা ফেব্রুয়ারি মাসেই অফিসিয়ালি জেনে যাবো। [৪]জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ২০২০ সালে অনেকগুলো ইনডিকেটরে আমাদের অগ্রগতি ভালো ছিলো না। করোনার ধাক্কা শুধু আমাদের অর্থনীতিই নয়, পুরো বিশ্বের অর্থনীতিকেই ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। [৫] তিনি বলেন, আমাদের আমদানি-রপ্তানি, বৈদেশিক সাহায্য এবং বিনিযোগ বিদেশের উপর নির্ভরশীল। দেশের অর্থনৈতিক অবস্থা আপাত দৃষ্টিতে ভালো হলেও অন্যেরা ভালো না থাকার প্রভাব আমাদের ওপর পড়বে। সেই বিচারে ২০২৬ সাল পর্যন্ত সময় চাওয়া যুক্তিযুক্ত। সম্পাদনা: সালেহ্ বিপ্লব