আসিফুজ্জামান পৃথিল: [২] নিজ রিপাবলিকান সহকর্মীদের এই কথা বলেছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলনেতা। সিনেটে ট্রাম্পের অভিশংসন নিয়ে ভোটাভুটির ঠিকআগে এই ধরনের মন্তব্য করলেন ম্যাককনেল। ফলে ট্রাম্পের অভিশংসন কার্যকরের আশঙ্কা আরও বাড়লো। পলিটিকো। [৩] এক চিঠিতে ম্যাককনেল লিখেছেন, ‘প্রেস অনেক কিছু সন্দেহ করছে। আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। আমি কিভাবে ভোট দেবো তা নির্ভর করবে সেদিনের বিতর্কের পর। আমি আইনী পড়াশোনা করছি। আপনারা ভোটের পর সবই জানবেন।’
[৪] ম্যাককনেলের বিবৃতিতে স্পষ্ট নয়, তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন। তবে সম্প্রতি তাকে কংগ্রেস লাইব্রেরিতে প্রচুর পড়াশোনা করতে দেখা গেছে। এমনকি তার গাড়িতে করে প্রচুর বইপত্র নিয়ে যেতে দেখা গেছে। তার চোখের কোনে চশমার দাগ দেখে গণমাধ্যমের সন্দেহ, তিনি সারারাত পড়াশোনা করছেন। সম্পাদনা : রাশিদ